ইয়াসিন আলী

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় গত ২৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মীর হাসান মাহামুদ লিমন।সাধারণ সম্পাদক মো: শাওন আহম্মেদ লেবু,ও সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক রাশেদ।
দীর্ঘ প্রতীক্ষার পর নতুন নেতৃত্ব পাওয়ায় স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আশা করা হচ্ছে,এদের নেতৃত্বে তাঁতী দলের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করে তুলবেন এবং স্থানীয় তাঁতী সমাজের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক রাশেদ বলেন,এই কমিটিকে একটা শক্তিশালী কমিটি হিসাবে গড়ে তুলতে পারি।তৃণমূল নেতা-কর্মীদের আমরা খুঁজে খুঁজে বের করব ইনশাআল্লাহ।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে কারা এসেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে, নবনির্বাচিত সভাপতি মীর হাসান মাহামুদ লিমন জানিয়েছেন, দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দলীয় কার্যক্রম আরও গতিশীল করা হবে।
সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় মীর হাসান মাহামুদ লিমন দলের সকল স্তরের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দলের চেয়ারপার্সন ও অন্যান্য শীর্ষ নেতৃতর প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি তাঁতী দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন।তাঁতী দলের স্থানীয় নেতৃবৃন্দ আশা করছেন, নতুন এই কমিটি নাগেশ্বরী উপজেলায় দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

