
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ত্রাণবাহী ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব জাহাজ আটকে দিয়েছে দখলদার ইসরায়েলের সন্ত্রাসী সেনা বাহিনী। বৃহস্পতিবার (২ অক্টোবর) দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
সন্ত্রাসী ও দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কোনো নৌকাই ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনি নৌ অবরোধ লঙ্ঘনের প্রচেষ্টায় সফল হয়নি।
মন্ত্রণালয় আরও জানায়, সকল যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। তাদেরকে নিরাপদে দখলদার ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে, যেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে।
একটি জাহাজ এখনও রয়ে গেছে জানিয়ে দখলদার ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, যদি এটি একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা করে এবং অবরোধ লঙ্ঘন করে তবে তাকেও প্রতিরোধ করা হবে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান এবং ৪৪টি দেশের ৫০০ মানুষ। এদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.