নিউজ ডেস্ক

রাজধানী ঢাকাসহ সারাদেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে তৈরি করা হয় বিশেষ নিরাপত্তা বলয়। ডগ স্কোয়াড, রেব, পুলিশ, নৌপুলিশ, বিজিবি, সেনাবাহিনী, ফায়ারসার্ভিসসহ যেকোনো পরিস্থিতির জন্য নিয়োজিত করা হয় ডুবুরি দল।

ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে দুপুরের পর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন।