
ওমর ফারুক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক নিবন্ধিত ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান এসডিআইটি ট্রেনিং ইনস্টিটিউট-এর নিয়মিত কোর্সের লিখিত মেধা নির্ণয় পরীক্ষা সমাপনি বৃহস্পতিবার মাধবদী এসপি ইনস্টিটিউশন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এসডিআইটি ট্রেনিং ইনস্টিটিউট-এর পরিচালক ও সংবাদকর্মী শাওন খন্দকার শাহিনের আমন্ত্রণে পরীক্ষার পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নরসিংদী জেলা শাখার প্রেসিডেন্ট জনাব রোস্তম আলী, নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট শিউলী রানী মিত্র এবং নিরাপদ সড়ক চাই মাধবদী থানা শাখার সাধারণ সম্পাদক ও নাসিব পরিচালক মোস্তাকিম হোসেন।

