মোস্তাফিজার রহমান

ফুলবাড়ীতে কুড়িগ্রাম হোমিওপ্যাথিক ডক্টরস এ্যাসোসিয়েশনের প্রথমবারের মতো দ্বি-বার্ষিক উপজেলা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৫ অক্টোবর রাত নয়টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন “আজাদ হোমিও হলে” কুড়িগ্রাম হোমিওপ্যাথিক ডক্টরস এ্যাসোসিয়েশন, কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি,ও ফুলবাড়ী উপজেলা শাখা আহবায়ক ডা.গোলাম আজম আজাদীর সভাপতিত্বে এবং কুড়িগ্রাম হোমিওপ্যাথিক ডক্টরস এ্যাসোসিয়েশন ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ দ্বি-বার্ষিক উপজেলা সম্মেলন
-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা হোমিওপ্যাথিক ডক্টরস ও জেলা এ্যাসোসিয়েশনের হোমিওপাথিক ডক্টরস অতিথি বৃন্দদেরকে ফুলবাড়ী উপজেলার নতুন এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
আজকের এই এ্যাসোসিয়েশনের ফুলবাড়ী উপজেলা সম্মেলনে সবার সম্মতি ক্রমে ডা. গোলাম আজম আজাদীকে সভাপতি ও শ্রীঃ শংকর কুমারকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম হোমিওপাথিক ডক্টরস এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মামুনুর রশিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সহ-সভাপতি ডা.ফারুক আহমেদ,সাধারণ সম্পাদক, ডা. বাবুল রানা,সাংগঠনিক সম্পাদক ডা. আসাদুজ্জামান রিপন।

