আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজস্থান রাজ্যে শুরু হয়েছে রাশিয়া ও ভারতের যৌথ সামরিক মহড়া ‘ইন্দ্রা ২০২৫’। সন্ত্রাসবিরোধী অভিযানে দক্ষতা বাড়ানোই এই মহড়ার মূল লক্ষ্য বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাজস্থানের মহাজন রেঞ্জে অনুষ্ঠিত এই মহড়া চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘মহড়ার প্রধান উদ্দেশ্য হলো সন্ত্রাসবিরোধী লড়াইয়ে দুই দেশের সেনাদের মধ্যে সমন্বয় ও দক্ষতা বাড়ানো। আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে কৌশলগত সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ অভিযানের অনুশীলনেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

রাশিয়া ও ভারতের মধ্যে ‘ইন্দ্রা’ সিরিজের এই মহড়া নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে, যা দুই দেশের সামরিক সহযোগিতার অংশ হিসেবে বিবেচিত।