
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, চাকরির স্থায়ীকরণ এবং সম্মানজনক অবস্থান নিশ্চিত করার জন্য একটি উচ্চপর্যায়ের কমিশন গঠন করা হবে।
তিনি মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’-এর সমাবেশে ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, ‘রাষ্ট্রে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে সমাজ শক্ত ভিত্তির ওপর দাঁড়ায়। শিক্ষকরা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’
তিনি আরও জানান, বিএনপি পুনরায় ক্ষমতায় এলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, চাকরি স্থায়ীকরণ এবং জাতীয়করণের বিষয়গুলো কমিশনের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেবে।
তারেক রহমান শিক্ষকদের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, ‘দেশের শিক্ষকরা জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনে অন্যতম প্রধান হাতিয়ার। যদি এই হাতিয়ার দুর্বল হয়, রাষ্ট্রকে শক্তিশালী করা সম্ভব নয়।’
তিনি বলেন, দেশের ৯৫ হাজারের মতো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ২৬ হাজার সম্পূর্ণ এমপিওভুক্ত। তবে শুধুমাত্র সংখ্যা নয়, শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার কারিকুলামকে ব্যবহারিক ও কারিগরি শিক্ষা কেন্দ্রিক করার ওপর জোর দেন।
তারেক রহমান বলেন, শিক্ষকরা যেন শিক্ষার্থীদের সামনে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে পারেন, এজন্য বিএনপি বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষকতা পেশাকে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলা বিএনপির কর্মপরিকল্পনার অংশ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.