নুরুল কবির
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সাংবাদিকতা এমন একটি পেশা, যেখানে সত্য সাহস ও নিষ্ঠা একত্রে মিলিত হয়ে সমাজের আয়না হয়ে উঠে। এ কঠিন চ্যালেঞ্জপূর্ণ মাধ্যমে যে কয়জন তরুণ নিজ যোগ্যতা,পরিশ্রম ও সততার মাধ্যমে আলোকিত দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন; বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর মহাসচিব মোঃ আল-আমিন শাওন (এলএল.বি) ভাই। তিনি স্বল্প সময়ে নিজের কর্মদক্ষতা, লেখনী এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মাধ্যমে তৃণমূলে সংবাদ জগতে এক বিশেষ স্থান অর্জন করেছেন।

আমাদের প্রিয়জন মোঃ আল-আমিন শাওন তাঁর সাংবাদিকতার জীবনের শুরু থেকেই শক্তিশালী ভিত্তি স্থাপন করেন। তিনি সংবাদ সংগ্রহ, প্রতিবেদন তৈরি এবং অনুসন্ধান মূলক সাংবাদিকতায় ও সফল সংগঠক হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তার লেখা প্রতিবেদন গুলোতে থাকে ভাষার শুদ্ধতা, তথ্যের নির্ভূলতা এবং ঘটনাকে তুলে ধরার প্রাণবন্ত চমৎকার ভঙ্গি। তিনি বিশ্বাস করেন সত্যের সাথে আপস করা; সাংবাদিকদের জন্য বিশ্বাসঘাতকতার সমান।
তরুণ বয়সেই তিনি দেখিয়ে দিয়েছেন; কেবলমাত্র কলমের জোরে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব। সাধারণ মানুষের সমস্যাগুলো তিনি সংবাদ মাধ্যমে তুলে ধরে; সমাজে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছেন। তার প্রতিটি সংবাদ ও পদক্ষেপ যেন হয়ে উঠে সত্যের দলিল। যা সাংবাদিক ও পাঠকের বিশ্বাসযোগ্যতার প্রতীক। দেশের সাংবাদিকতার সমৃদ্ধ ধারায় তিনি নতুন প্রজন্মের অন্যতম একজন প্রতিনিধি। তিনি অতীতের ঐতিহ্য ও বর্তমানের আধুনিক সাংবাদিকতাকে একসুত্রে গেঁথে এগিয়ে চলছেন। তাঁর এই নিষ্ঠা, সাহস, সততার পথ চলা আগামী দিনে বাংলাদেশের সংবাদ জগতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, ইনশাআল্লাহ।
এছাড়া তাঁর নেতৃত্বে আমাদের প্রাণের সংগঠন “বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)” সাংবাদিকদের দুঃখ, কষ্ট, প্রত্যাশা, প্রাপ্তি, সমস্যা, সম্ভাবনা নিয়ে কন্ঠহীনদের কন্ঠ হয়ে উঠবে এই প্রত্যাশা রাখি।
প্রচারণার ডামাডোল থেকে দুরে থেকে গণমাধ্যম বিস্ময়কর অবদান রেখে চলেছে মেধাবী ও সৃষ্টিশীল এক তরুণ; যার নাম সাংবাদিক ও সফল সংগঠক মোঃ আল-আমিন শাওন। তিনি ধৈর্য, সাহসীকতা ও অধিকারিত্বের ছাপ রেখে নিজ পেশাকে সর্বত্র ইতিবাচক স্থানে পৌঁছাতে সফল হয়েছেন এবং ভবিষ্যতে আরও হবেন, ইনশাআল্লাহ। সংগঠন ও সাংবাদিকতায় বর্তমান তরুণ প্রজন্মের এমনটাই হওয়া উচিত বলে আমি মনে করি। পাশাপাশি কর্মক্ষেত্রে তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করছি, আমিন।
এছাড়াও আমি আশা করবো বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর সাথে যারা যুক্ত আছেন; সংগঠনটি এগিয়ে নিতে তারা আরও বেশি মনোযোগী হবেন। বিটিএসএফ’কে দেশ ও দেশের বাহিরে আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য সংগঠন হিসেবে দেখতে চাই। উচ্ছাসে দীপ্ত থেকে বিটিএসএফ-এর জন্য শুভকামনা সারাক্ষণ।
আমি ১০ নভেম্বর ২০২৫ বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সাংবাদিক নুরুল কবির,
যুগ্ম সাংগঠনিক সম্পাদ , বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ), কেন্দ্রীয় কমিটি।