
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় নতুন আলোচনায় উঠে এসেছেন এলাকার তরুণ মেধাবী ভালো মনের অধিকারী স্বেচ্ছাসেবকদল নেতা মহিবুল হক টুটুল।
দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী ও কারা নির্যাতিত এই নেতা বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ময়মনসিংহ জেলা (উত্তর) শাখা'র সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সক্রিয় মহিবুল হক টুটুল ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ (উত্তর) জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতা দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। ফুলপুর-তারাকান্দা আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে তরুণ, উদ্যমী ও ক্লিন ইমেজধারী নেতা হিসেবে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছেন তিনি। সদাহাস্যজ্বল ব্যক্তিত্ব, তুখোড় বক্তা ও সাংগঠনিক দক্ষতার কারণে স্থানীয় রাজনীতিতে মহিবুল হক টুটুলের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
দলের তরুণ নেতাকর্মীরা মনে করছেন— তরুণ এই নেতৃত্বের উত্থান বিএনপি'র রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে। আগামী নির্বাচনে যদি এমন তরুণ নেতৃত্ব সুযোগ পান, তবে ফুলপুর-তারাকান্দা আসনে বিএনপি আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। তবে ইতি মধ্যে ফুলপুর ও তারাকান্দার সাধারন মানুষের মনে অনেক টা যায়গা করেনিছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.