
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা আগের ৩০ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হয়ে মোট ১৩০ শতাংশ হবে।
এই সিদ্ধান্ত কার্যকর হবে ১ নভেম্বর থেকে বা তার আগেই। কয়েক মাসের শান্তিপূর্ণ বাণিজ্য বিরতির পর এটি দুই পরাশক্তির মধ্যে বাণিজ্যযুদ্ধের নতুন অধ্যায় সূচনা করল।
ট্রাম্প শুক্রবার বিকেলে তাঁর সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে বলেন, ‘আমেরিকা চীনের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে।
পাশাপাশি, ১ নভেম্বর থেকে সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর রপ্তানি নিয়ন্ত্রণও কার্যকর করা হবে।’
বেইজিং সম্প্রতি দুর্লভ খনিজ পদার্থের রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করেছে, যা মোবাইল, কম্পিউটারসহ নানা ইলেকট্রনিক পণ্য তৈরিতে অপরিহার্য।
এর জবাবেই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই কারণে তিনি চলতি মাসে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট সি জিন পিং-এর সঙ্গে নির্ধারিত বৈঠকও বাতিল করেছেন।
ট্রাম্পের ঘোষণার পর শুক্রবার ওয়াল স্ট্রিটে বড় ধরনের ধস নামে। ডাউ জোন্স সূচক পড়ে যায় ৮৭৮ পয়েন্ট (১.৯%), এসঅ্যান্ডপি ৫০০ কমে ২.৭%, আর নাসডাক সূচক পড়ে ৩.৫%।
বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, গত বসন্তের মতো এবারও মার্কিন বাজারে বড় ধাক্কা লাগতে পারে।
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। যদিও সম্প্রতি মেক্সিকো যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানিকারক দেশ হিসেবে চীনকে পেছনে ফেলেছে, তবুও আমেরিকা এখনো শত শত বিলিয়ন ডলারের পণ্য চীন থেকে আমদানি করে।
অন্যদিকে, চীনও আমেরিকাকে অন্যতম বড় রপ্তানি বাজার হিসেবে দেখে।
ট্রাম্প দীর্ঘদিন ধরে প্রযুক্তি কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে উৎসাহ দিচ্ছেন। তবে ব্যবসায়ীরা ইতোমধ্যেই মার্কিন কারখানায় বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করায়, সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প কিছুটা নরম অবস্থান নিয়েছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.