মোস্তাফিজার রহমান

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে মাংস প্রক্রিয়াজাতকারী কসাইদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণীসম্পদ -এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুর রহমান কনকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম। আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মওদুদ হাসান,কুড়িগ্রাম জেলা সেনেটারী ইন্সপেক্টর মোছাঃ সালমা খাতুন, ফুলবাড়ী উপজেলার একাডেমি সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এসএম বাবুল, প্রেসক্লাব ফুলবাড়ীর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ উপজেলার মাংস ব্যবসায়ী কসাইগণ উপস্থিত ছিলেন।

