মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ীতে জাতীয়,আন্তর্জাতিক শিশু ও কন্যা শিশু দিবস ২০২৫ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ অক্টোবর দিন ব্যাপী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের বাস্তবায়নে, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়,এনআরকে- টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

শিমুলবাড়ি ইউনিয়নের ফিল্ড ফেসিলিটিটর রঞ্জিত কুমার রায়ের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উত্তর শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হামিদুর রহমান, শ্রী হৃদয়ে রঞ্জন বর্মন সহকারী প্রধান শিক্ষক,ক্রিয়া শিক্ষক মোয়াজ্জেম হোসেন, সহকারী শিক্ষিকা মাহমুদা বেগম,যুব সদস্য আতিকুর রহমান,ফুলবাড়ী ইউনিয়নের ফিল্ড ফেসিলিটিটর আফরোজা হ্যাপী,শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনের সাধারণ সম্পাদক মীম আক্তার, কোষাধক্ষ্য নুরজামাল মিয়াসহ আরো অনেকে।

কিশোরীদের ফুটবল প্রীতি ম্যাচ খেলায় অংশগ্রহণ করেন নাওডাঙ্গা ইউনিয় কিশোরী ফুটবল দল এবং শিমুলবাড়ি ইউনিয়ন কিশোরী ফুটবল দল। নির্ধারিত সময় খেলার ফলাফল চূড়ান্ত না হওয়ায় ট্রাইবেকারে মাধ্যমে খেলা সমাপ্তি করা হয়। খেলায় শিমুলবাড়ি ইউনিয়ন কিশোরী ফুটবল দলকে হারিয়ে নাওডাঙ্গা ইউনিয়ন কিশোরী ফুটবল বিজয় লাভ করে।