মেহেদী হাসান
নিজস্ব প্রতিবেদক

নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক। বুধবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে নরসিংদী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়।

সভায় নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম ওসি এমদাদুল হকের হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার তুলে দেন। জানা গেছে, সাম্প্রতিক সময়ে মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ, দায়িত্বশীলতা ও নেতৃত্বগুণের মাধ্যমে নরসিংদী মডেল থানা আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখে। এসব কার্যক্রমে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবেই ওসি এমদাদুল হককে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করা হয়।

ওসি এমদাদুল হক দায়িত্ব গ্রহণের পর থেকে জনসাধারণের নিরাপত্তা, সেবা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাদারিত্ব ও সময়োপযোগী পদক্ষেপ ইতোমধ্যে নরসিংদী মডেল থানাকে জেলার অন্যতম সেরা থানা হিসেবে পরিচিত করেছে। পুরস্কার প্রাপ্তির পর তিনি বলেন— “এই স্বীকৃতি আমার একার নয়; এটি পুরো নরসিংদী মডেল থানা টিমের সম্মিলিত পরিশ্রমের ফল।

জনগণের সেবায় আমরা সর্বদা নিবেদিত এবং অপরাধ দমনে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছি।” পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, বলেন— “ওসি এমদাদুল হক নরসিংদী জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় যে দক্ষতা ও আন্তরিকতা দেখিয়েছেন, তা পুলিশের সুনাম আরও বৃদ্ধি করেছে।” নরসিংদী জেলা পুলিশের এই স্বীকৃতি মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও মনোবল আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।