মোঃ হাছনাইন
ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট মাছ ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি আড়ৎ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আড়ৎগুলোর মালামালসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
রবিবার ১৯ অক্টোবর ২০২৫ ভোররাতে প্রায় ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিরবতা ভেঙে হঠাৎ দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায় মাছের আড়ৎ এলাকায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই পুরো ১৯টি আড়ৎ ভস্মীভূত হয়ে যায়।
স্লুইসগেট মৎস্য ঘাটের সভাপতি কামাল দালাল বলেন, “এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। প্রায় দেড় কোটি টাকার মালামাল আর হিসাবের খাতা ছাই হয়ে গেছে।” ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন— মহিউদ্দিন জুলফিকার, সিরাজ মেম্বার, কামাল দালাল, জামাল দালাল, শাহাজাহান দালাল, হাফেজ দালাল, কুট্টি মিয়া, মনির তালুকদার, জাকির হোসেন, কবির, জাহাঙ্গীর চেয়ারম্যান, কিরন চেয়ারম্যান, ইশতিয়াক হাসান, বেচু বেপারী, মান্নান, হেলাল মেম্বার ও মহিউদ্দিন পোদ্দার প্রমুখ। তজুমদ্দিন ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোখলেসুর রহমান বলেন,“খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই এবং প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।” তবে স্থানীয়রা ও আড়ৎদাররা ধারণা করছেন, “কোনো ঘরে বৈদ্যুতিক শর্ট থেকে আগুন লাগতে পারে।”

