
ওমর ফারুক

নরসিংদী-৫ আসনের বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
জানাগেছে,নরসিংদী-৫ (রায়পুরা) আসনটিতে ২৮ বছর ধরে কোন সংসদীয় আসন পায়নি বিএনপি তবে এবার ছয় মনোনয়ন প্রত্যাশীকে নিয়ে সভায় দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করে সকল নেতৃবৃন্দকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নরসিংদী-৫ আসনের বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীগন বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী,জেলার মধ্যে সবচেয়ে মামলা হামলা শিকার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক এম. এন. জামান এবং স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল।

এসময় রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, জেলা বিএনপি নেতা এড, আল আমিন হোসাইন বিপ্লব, জেলা বিএনপি নেতা শাহাজান সরকার সুহাগ,জেলা যুবদলের সহ-সভাপতি সনেট,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন ও যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
সভায় নেতারা আগাম নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পরামর্শ দেন।

