মোঃ তারেক মিয়া
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ে দক্ষ পরিকল্পনা বাস্তবায়ন, বিশ্লেষণ, সরকারি, বেসরকারি ও আধা-সরকারী প্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ের মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর সোমবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেছেন শাল্লা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: রাজিব বিশ্বাস।

ব্র্যাকের আয়োজনে কর্মশালাটি পরিচালনা করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল কাদির। এসময় বিভিন্ন অফিসের কর্মকর্তা,শিক্ষকবৃন্দ,গণমাধ্যমকর্মীবৃন্দ সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় ব্র্যাকের প্রতিনিধিরা বলেন,বন্যা,ঘূর্ণিঝড় সহ সকল প্রাকৃতিক দূর্যোগে প্রতিটি আশ্রয়কেন্দ্রে উন্নত মানের সেবা বাড়াতে হবে। ২০২২ সালের বন্যায় পাঁচজনকে সাপে কামড় দিলে একজন লোক হাসপাতালে মারা যায়। শাল্লায় ২০২৫ সালে বজ্রপাতেও পাঁচজন লোক মারা যায়। সে-সব বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। হাওরাঞ্চলে মানুষের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে ব্র্যাক কাজ করে যাচ্ছে বলে জানান প্রতিনিধিরা।