নিউজ ডেস্ক

বগুড়া জেলা পরিষদ প্রাঙ্গণে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের সভার সময় সোমবার বিকেলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সভাস্থল ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় কোন ব্যক্তিগত ক্ষতি ঘটেনি, তবে সভায় উপস্থিত নেতৃবৃন্দ আতঙ্কিত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সার্জিস আলম সকালেই জয়পুরহাট সফর শেষে বগুড়ায় এসে দুপুরে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এনসিপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন। এরপর জেলা পরিষদ মিলনায়তনে নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভায় যোগ দেন। সভা শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে ভবনের ছাদ থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়, যার একটি বিস্ফোরিত হয়। এনসিপি নেতারা অভিযোগ করেছেন, স্থানীয় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় এই ঘটনা ঘটেছে।

ঘটনার পর জেলা পরিষদ প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি ডিবি ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্ফোরণের স্থান ঘিরে রাখা হয়েছে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

ঘটনার প্রতিবাদে এনসিপির নেতৃবৃন্দ জেলা পরিষদ থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। তারা দাবি করেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

এর আগে আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সার্জিস আলম বলেন, বাংলাদেশে কোনো দল এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। দেশের যুব সমাজের অংশগ্রহণ ছাড়া জাতীয় সংস্কৃতি পরিবর্তন সম্ভব নয়। এনসিপি প্রত্যেক ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে সংগঠন শক্তিশালী করবে। তিনি নির্বাচনের স্বাধীনতা, বিচার ও সংস্কার নিশ্চিত করতে তরুণদের আবারও আন্দোলনে নামার আহ্বান জানান।