মোঃ নিজামুল ইসলাম
দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রাজবাড়ী এলাকায় খননকাজের সময় মাটির নিচে থেকে উদ্ধার হয়েছে এক বিশাল আকৃতির ধাতব কড়াই। স্থানীয়দের ধারণা, এটি বহু শতাব্দী আগের রান্নার পাত্র, যা রাজপরিবারের বৃহৎ আয়োজনে ব্যবহৃত হতো।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে স্থানীয়রা রাজবাড়ীর পাশে মাটি কাটার সময় হঠাৎ করেই কড়াইটির কিছু অংশ চোখে পড়ে। পরে এলাকাবাসী একত্র হয়ে মাটি সরিয়ে সম্পূর্ণ কড়াইটি তুলে আনে। কড়াইটি দেখতে প্রায় ৫-৬ ফুট ব্যাসের এবং ভারী ধাতু দিয়ে তৈরি বলে মনে করা হচ্ছে।
স্থানীয় প্রবীণরা জানান, রাজবাড়ী এলাকায় আগে রাজাদের জন্য বড় উৎসব ও ভোজের আয়োজন করা হতো। সেই সময় বিপুল সংখ্যক লোকের জন্য খাবার রান্না করতে এমন বিশাল কড়াই ব্যবহার করা হতো।
ঘটনাস্থলে বিপুল সংখ্যক কৌতূহলী মানুষ ভিড় জমিয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর কড়াইটির ইতিহাস ও মূল্য নির্ধারণে প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছে।
একজন স্থানীয় শিক্ষক বলেন, “এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক নিদর্শন। সংরক্ষণের উদ্যোগ না নিলে অমূল্য এই ইতিহাস হারিয়ে যেতে পারে।”
দিনাজপুর জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি লোহা বা তামার সংমিশ্রণে তৈরি এবং রাজবাড়ীর পুরনো স্থাপনার সঙ্গে সম্পর্কিত। কড়াইটির বয়স ও ঐতিহাসিক গুরুত্ব জানতে শিগগিরই বিশেষজ্ঞ দল পরিদর্শনে আসবে বলে জানা গেছে।

