
ওমর ফারুক

নরসিংদীর শিবপুর উপজেলায় কয়েকটি উৎপাদন ও বিপণন কারখানায় মোবাইল কোর্ট (পণ্যের গুণগতমান মনিটরিং ও ওজন ও পরিমাণ মানদন্ড যাচাই সংক্রান্ত)পরিচালনা করে (বিএসটিআই) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন।
বৃহস্পতিবার ২৩ অক্টোবর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোসা. ফারজানা ইয়াসমিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় কয়েকটি প্রতিষ্ঠানে।
তন্মধ্যে মধ্যে শিবপুর বাজারস্থ নিউ সুমন ফুড প্রোডাক্টসে অভিযান পরিচালনাকালে উৎপাদিত পণ্যের গুণগত মান পরিমাপ ও নিয়ন্ত্রণ ছাড়াই কেক,বিস্কুট পণ্য উৎপাদন ও অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নিউ সুমন ফুড প্রোডাক্টসকে ২৫.০০০(পঁচিশ হাজার টাকা) জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতে দায়িত্বরত মেজিস্ট্রেট মোসা. ফারাজানা আক্তার।
এতে শিবপুরের চৈতন্যায় আবদুল্লাহ পোল্ট্রি ফিডের উৎপাদিত পোল্ট্রি ফিড ও ফিস ফিড পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স না থাকায় আগামী ৭ দিনের মধ্যে লাইসেন্স নবায়নের আদেশ প্রদান করা হয়। এছাড়াও শিবপুরের চৈতন্যায় মেসার্স নীলময় ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।এছাড়াও মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন নিখিল রায়, সহকারী পরিচালক(সিএম),শেখ রাসেল, পরিদর্শক (মেট) ও অনিন্দ্য দে, পরিদর্শক (মেট), বিএসটিআই, নরসিংদী।
ভোক্তাস্বার্থে নিম্নমানের পণ্যের উৎপাদন ও বাজারজাত প্রতিরোধকল্পে প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই’র এধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে

