
নীলফামারির ডোমার উপজেলার ধরনীগঞ্জ বাজার সোনারায় ইউনিয়নের 8-নং ওয়ার্ডের দাসপাড়া নিবাসী শ্রী স্বপন চন্দ্র দাস (২২) নিখোঁজ দির্ঘ্য ১-মাস নিখোঁজ স্বপন চন্দ্র দাস নীলফামারীর ডোমার উপজেলার ধরনিগন্জ বাজার সোনারায় ইউনিয়নের দাস পাড়ার শ্রী বাবলু চন্দ্র দাসএবং টুনি বালা রানী দাসের একমাত্র ছেলে ।
হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে অচেতন হয়ে পড়ছে বাবা ও মা। নিখোঁজ স্বপন চন্দ্র দাসের বাবার সাথে কথা হলে তিনি বলেন স্বপন চন্দ্র দাস আমার একমাত্র ছেলে কিন্তু সে মানসিক ভারসাম্যহীন সে ঠিক মতো কথা বলতে পারে না । তিনি দেশবাসীর কাছে অনুরোধ করে বলেন কেউ যদি আমার ছেলের কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে তাকে নীলফামারীর ডোমার থানায় পৌছে দেয়ার জন্য অনুরোধ করেন ।
এদিকে নিখোঁজ স্বপন চন্দ্র দাসের মায়ের সাথে কথা হলে তিনি বলেন আমার বাবা কোথায় গেলো , কিহলো আমার বাবার, আমার বাবার সন্ধান চাই বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়ে অচেতন হয়ে যায়। স্হানীয় কয়েক জনের সাথে কথা হলে তারা বলেন স্বপন চন্দ্র দাস মানসিক ভারসাম্যহীন হলেও কারো সাথে কোন খারাপ আচরণ করেনি সে খুব ভালো একটি ছেলে কিছু দিন আগেও সে নিখোঁজ হয়েছিল বিভিন্ন জায়গায় খোজাখুজি করলে তাকে পাওয়া যায়,তবে গত ০২-সেপ্টে/২৫ মঙ্গলবার বিকেল আনুমানিক ৪ টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে যায় আর ফিরে সে নি।বিভিন্ন জায়গায় খোজা খুজি করে ও তাকে পাওয়া যাচ্ছে না।
তারা আরো বলেন নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা লুঙ্গী ও সাদা গেঞ্জি। এবং তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। এবং গায়ের রং শ্যামলা এবিষয়ে সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম এর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করে ও যোগাযোগ করা সম্ভব হয়নি । এবিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা হলে তিনি বলেন এবিষয়ে আমি কিছু জানি না এবং ভুক্তভোগী পরিবার ও এখন পযন্ত কোন অভিযোগ দায়ের করেনি। যদি অভিযোগ দায়ের করে তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.