বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে ৪টি আসনের বিএনপি’র মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম। মনোনয়ন ঘোষণার পরপরই চারটি আসনের বিএনপি নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন।

বিশেষ করে সবার চোখ ছিল কিশোরগঞ্জ-৩ এবং কিশোরগঞ্জ-৪ আসনের দিকে। কেননা এই দুই আসনে বিএনপি’র দুই হেভিওয়েট নেতা ছিলেন মনোনয়ন তালিকায়। এর মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক এবং কিশোরগঞ্জ-৪ আসনে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান ছিলেন আলোচনার শীর্ষে।

নিজ নিজ আসনে তাদের জনপ্রিয়তাও আকাশচুম্বী। কিন্তু হঠাৎ করেই দল থেকে শোকজ ও পরবর্তীতে পদ স্থগিত করা হয় ফজলুর রহমানের। এতে বেদনাহত হন কিশোরগঞ্জ-৪ আসনের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ। পদ স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে রাজপথে নামেন তিন উপজেলার নেতাকর্মীরা।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা কেন্দ্রকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান। এ রকম পরিস্থিতিতেই পদবিহীন অবস্থায় ফজলুর রহমান তার নির্বাচনী এলাকায় আসলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনে সর্বস্তরের মানুষের ঢল নাম। হাজার হাজার জনতার ভালোবাসায় সিক্ত হন ফজলুর রহমান। সেসব জনসমুদ্র থেকে ফজলুর রহমান দলের কাছে ধানের শীষ প্রতীক চান।

অবশেষে ডাকও পান বিএনপি’র মনোনয়ন বোর্ডে। স্বভাবতই এরপর ধারণা করা হচ্ছিলো, এ আসনে ফজলুর রহমানই মনোনয়ন পাচ্ছেন। অবশেষে সোমবার দলীয় প্রার্থী হিসেবে ফজলুর রহমানের নাম ঘোষণার মধ্যদিয়ে সব জল্পনা-কল্পনার অবসান হলো।

এদিকে মনোনয়নপ্রাপ্ত হিসেবে ফজলুর রহমানের নাম ঘোষণার পর হাওরের তিন উপজেলার গ্রামে গ্রামে উচ্ছ্বসিত জনতার ঢল নামে। ‘ফজলুর রহমান’, ‘ফজলুর রহমান’, ‘ধানের শীষ’, ‘ধানের শীষ’ ইত্যাদি স্লোগানে মুখরিত এখন হাওরপাড়। তারা ফজলুর রহমানকে মনোনয়ন দেয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।