
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাবনা বাতিলের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে।প্রাথমিকভাবে সারাদেশে ২ হাজার ৫০০ ক্লাস্টারে সমসংখ্যক শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সম্প্রতি সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওই সিদ্ধান্ত থেকে সরে আসে।
সচিব কমিটি মনে করে, প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি ছিল। এত অল্পসংখ্যক শিক্ষক নিয়োগ দিলে প্রাথমিক শিক্ষায় কার্যকর সুফল পাওয়া যাবে না, বরং বৈষম্য তৈরি হবে।
দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রস্তাবিত ক্লাস্টারভিত্তিক নিয়োগ বাস্তবায়ন করা হলে একজন শিক্ষককে ২০টিরও বেশি বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে হতো, যা বাস্তবসম্মত নয় বলে কমিটি উল্লেখ করেছে।
কমিটি জানিয়েছে, ভবিষ্যতে অর্থের সংস্থান হলে সব স্কুলে এসব বিষয়ের জন্য নতুন পদ সৃষ্টির পর শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.