মোঃ মুবাশ্বির
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির উদ্দেশ্যে পরিবহনের অপরাধে তিনজনকে ৭ দিনের বিনাশ্রম কা’রা’দ’ণ্ড প্রদান করা হয়েছে। ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
বুধবার (২০ নভেম্বর, ২০২৫) উপজেলার মির্জারকোর্ট ও মোমিনপুর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন: হামিদুল ইসলাম (২২), পিতা: মো: ইসমাইল হোসেন, গ্রাম: মোমিনপুর, পাটগ্রাম। ফিরজ হাসান (২৪), পিতা: টিপু সুলতান, গ্রাম: মির্জারকোর্ট, পাটগ্রাম।
গৌতম মন্ডল (৩৪), পিতা: অনিল মন্ডল, গ্রাম: তুষভান্ডার, কালীগঞ্জ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলন ও তা বিক্রির উদ্দেশ্যে পরিবহন করে আসছিল, যা সরকারি সম্পত্তি ও পরিবেশের জন্য ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও উত্তম কুমার দাশের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
ইউএনও উত্তম কুমার দাশ জানান, ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ধারা ৪ অনুযায়ী কতিপয় ক্ষেত্রে বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ। অভিযুক্তরা সেই আইন লঙ্ঘন করায় তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কা’রা’দ’ণ্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

