
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিটামইন উপজেলায় আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে।
সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও দূর্নীতি দমন কমিশন দুদকের যৌথ আয়োজনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে দূর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেয়, স্কুল কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এস, এম আব্দুল্লাহ - বিন- শফিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরবাসী দাস ( দূর্নীতি বিরোধী কমিটি), অনুষ্ঠানে আলোচনায় অংশ নেয়, আনিকা তাসমিম ইকরা ( ছাত্রী) , মোঃ আক্কাসুর রহমান ( মানবাধিকার কর্মী) , শাহজাহান মিয়া ( মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা) , সাদিকুর রহমান ( উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) , জাহিদুল আলম জাহাঙ্গীর ( সভাপতি উপজেলা বিএনপি) ।
এসময় বক্তারা বলেন দূর্নীতি শুধু রাষ্ট্রের উন্নয়ন কে ব্যহত করে না। এটি সমাজের ন্যায় নীতি ও মূল্যবোধ কে ক্ষতিগ্রস্ত করে। দূর্নীতি কে না বলতে পরিবার থেকে শুরু করে প্রতিষ্ঠান সব জায়গায় সচেতনতা বাড়াতে হবে।
আলোচনা সভায় দূর্নীতি বিরোধী প্রতিজ্ঞা পাঠ, সততা চর্চার গুরুত্ব তুলে ধরা এবং প্রত্যেক নাগরিককে দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.