মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

“নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।” এই প্রতিপাদ্যকে সামনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মঙ্গলবার ৯ ডিসেম্বর সাড়ে বারটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে একটি রেলি বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার। উপজেলা মহিলা অধিদপ্তরের কাম ক্রেডিট সুপারভাইজার মহিউদ্দিন আহাম্মেদ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড-এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, বাংলাদেশ স্কাউটস ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মন্ডল, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মোঃ ছাবেদ আলী।

উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নাহিদ সুলতান,ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর প্রজেক্ট অফিসার একেএম মাহফুজ আলম, ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর সুপ্রিম এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আরসাদ আনিছুর রহমান, মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক আর্জিমা বেগম সহ আরোও অনেকে। আলোচনা শেষে পাঁচ অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য যে দুর্যোগ ব্যবস্থাপনায় ভূমিকা রাখার জন্য আজমেরী খাতুন সমাজ উন্নয়নে অসামান্য অবদান বিষয়ে জয়িতা/অদম্য পুরস্কার লাভ করে৷