মোঃ নিজামুল ইসলাম
দিনাজপুরের খানসামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর যৌথ আয়োজনে বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে উপজেলা চত্বর থেকে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, দুর্নীতি শুধু রাষ্ট্রের উন্নয়নকেই ব্যাহত করে না, এটি সমাজের ন্যায়-নীতি ও মূল্যবোধকেও ক্ষতিগ্রস্ত করে। দুর্নীতিকে না বলতে পরিবার থেকে শুরু করে প্রতিষ্ঠান—সব জায়গায় সচেতনতা বাড়াতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সুধীজন অংশ নেন।
আলোচনা সভায় দুর্নীতিবিরোধী প্রতিজ্ঞা পাঠ, সততা চর্চার গুরুত্ব তুলে ধরা এবং প্রত্যেক নাগরিককে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

