নুরুল কবির
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় শিশু খাদ‌্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার ০৮ ডিসেম্বর সকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম‌্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
অভিযান পরিচালনা কালে মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, চিপস, মুড়ির মোয়াসহ বিভিন্ন শিশু খাদ্যে উৎপাদনের অভিযোগে রফিক চানাচুর নামে একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কারখানাটিতে স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব, অপরিষ্কার কাঁচামাল ব্যবহার এবং মান নিয়ন্ত্রণ ছাড়াই বাজারে পণ্য সরবরাহ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় রফিক চানাচুর নামে কারখানা মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।