মোস্তাফিজার রহমান
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনিত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার পক্ষে এলাকায় ব্যাপক লিফলেট বিতরণ করা হয়েছে। দোকানপাট, রাস্তা-ঘাট, চরাঞ্চল ও পাড়া-মহল্লায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ এ কার্যক্রমে অংশ নেন। দরবেশ মাহমুদ বলেন,আমরা বাড়ি বাড়ি গিয়ে রানার পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছি। ইনশাআল্লাহ এবার বিজয় আমাদের হবে।
শাহাদত হোসেন জানান,আমরা বিভিন্ন চরাঞ্চল ও মহল্লায় সবার কাছে রানা ভাইয়ের জন্য দোয়া চাইছি এবং লিফলেট বিতরণ করছি।গণসংযোগের মাধ্যমে আলহাজ্ব সাইফুর রহমান রানা এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। তিনি দলের কার্যক্রম ও নীতি সম্পর্কে স্থানীয় মানুষকে অবহিত করছেন। তার সমর্থনে এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ আরও উজ্জীবিত হয়ে উঠেছে।

