
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানকে চ্যালেঞ্জ করে মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা। সমাজকর্মী ও গবেষক হিসেবে পরিচিত সিগমা এই জেলার একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থী।
বিএনপি প্রার্থী ফজলুর রহমানকে স্বতন্ত্র প্রার্থী সিগমার চ্যালেঞ্জ জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘যোগ্যতা দিয়ে কাজের মাধ্যমেই প্রমাণ হবে কে হেভিওয়েট।’ নির্বাচিত হয়ে হাওরের উন্নয়নে অবদান রাখতে চান তিনি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী তিনি অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজারে জনসংযোগ করেন। বহু বছর ধরে ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রামের মানুষের পাশে থাকা এবং নানা সামাজিক উদ্যোগের কারণে এলাকায় তিনি ইতোমধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন। সিগমা বলেন, ‘এই এলাকার সঙ্গে আমার শেকড় ও দায়বদ্ধতা রয়েছে। হাওরের স্বাস্থ্যসেবা আর যোগাযোগব্যবস্থা বদলানোই আমার প্রধান লক্ষ্য।’
তিনি প্রতিশ্রুতি দেন, বিজয়ী হতে পারলে হাওরের কৃষকদের জন্য বিনামূল্যে সেচ সুবিধা নিশ্চিত করবেন। তার ভাষায়, ‘কথা বলে ভাইরাল হওয়া যায়, কিন্তু আসল পরিচয় আসে কাজে; কে হেভিওয়েট আর কে নয়, তা প্রমাণই বলবে।’ এ সময় তিনি হাওর এলাকায় ৫০ শয্যার হাসপাতাল ও ৫ সিটের আইসিইউ স্থাপনের পরিকল্পনাও তুলে ধরেন। তার প্রচারণার স্লোগান ‘মার্কা নয়, যোগ্যতাই প্রার্থীর পরিচয়’ এখন এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.