নিউজ ডেস্ক

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ভারতকে দোষারোপ করার ঘটনায় জবাব দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি স্পষ্টভাবে নাকচ করে দিয়েছে নয়াদিল্লি।

রোববার (১৪ ডিসেম্বর) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি। ভারত কখনও তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি।