
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি নিজেই এই তথ্য জানান।
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘আজকের এই আয়োজনটি দুটি বিষয়ের সঙ্গে জড়িত—একটি ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস, অন্যটি হলো প্রায় ১৭ থেকে ১৮ বছর যুক্তরাজ্যে আপনাদের সঙ্গে সময় কাটানোর পর আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে ফিরে যাচ্ছি।’
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামনে দিনগুলো সহজ হবে না। তবে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারলে দলীয় পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, ঐক্যের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা যাবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.