
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।এ সময় মো. ফয়সাল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লা বাড়ি থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, মোল্লা বাড়ির সামনের তরুয়ার বিলের পানির মধ্যে থেকে বিদেশি পিস্তল ২টি, ম্যাগাজিন ২টি, খেলনা পিস্তল ১টি, এমুনিশন ৪১ রাউন্ড উদ্ধার করা হয়।
এর আগে, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগমকে (৬০) কেরানীগঞ্জ থেকে আটক করে র্যাব।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.