
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, অন্য দলের নেতাকর্মীদেরও এই ঐক্যের অংশ হতে হবে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ ওসমান হাদির স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, ওসমান হাদি গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। তিনি ঢাকা-৮ আসনে নির্বাচনের প্রার্থী ছিলেন। এটি প্রমাণ করে যে তিনি গণতান্ত্রিক পথেই ছিলেন। তারেক রহমান বলেন, শহীদ ওসমান হাদি, জুলাই শহীদ, জুলাই যোদ্ধা এবং ১৯৭১ সালের শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে হলে দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা মূলত তরুণ প্রজন্মের সদস্য ছিলেন। এই প্রজন্মের সঙ্গে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে ইন্টারনেট এখনো অনেকের জন্য ব্যয়বহুল। তিনি জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে মানুষের জন্য, বিশেষ করে তরুণদের জন্য ইন্টারনেট সেবা আরও সহজ ও সাশ্রয়ী করা হবে। বগুড়ার আজিজুল হক কলেজে ফ্রি ইন্টারনেট সংযোগ দেওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, এ ধরনের সুবিধা আরও বাড়ানো হবে।
স্বাস্থ্য খাতের সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং নারীদের অংশগ্রহণ বাড়বে। এই নিয়োগের মধ্যে ৮০ থেকে ৮৫ শতাংশ নারী স্বাস্থ্যকর্মী রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।
দেশের আইটি পার্কগুলোর অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আগের সরকারের আমলে তৈরি অনেক ডিজিটাল পার্কই এখন কার্যত বন্ধ। এসব পার্ক সংস্কার করে তরুণদের জন্য কন্টেন্ট তৈরি, ডিজাইনসহ বিভিন্ন অনলাইন কাজের সুযোগ সৃষ্টি করা হবে।
বিদেশে কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে তারেক রহমান বলেন, প্রবাসী কর্মীদের জন্য ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা সহজে কাজ পেতে পারেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.