
ভারতের পাঠানো প্রেসনোটকে বাংলাদেশ ‘সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান’ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ হাইকমিশনে হামলাচেষ্টায় কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হয়েছে বলেও মনে করেন তিনি। এছাড়া ময়মনসিংহে হিন্দু যুবক হত্যার ঘটনায় সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয় হিসেবে উপস্থাপনকে ‘অপ্রাসঙ্গিক’ বলেও উল্লেখ করেন উপদেষ্টা।
রোববার (২১ ডিসেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনে হামলাচেষ্টার বিষয়ে নয়াদিল্লির বিবৃতি প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের দাবি অনুযায়ী, নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি।’
উপদেষ্টা বলেন, ‘দিল্লিতে বাংলাদেশ মিশনের অবস্থান কূটনীতিক এলাকার ভেতরে, খুবই নিরাপদ স্থান। সেখানে হিন্দু চরমপন্থি এলাকার মধ্যে আসতে পারবে কেন? আসতে দেওয়া হয়েছে, এমন ঘটনা প্রত্যাশিত নয়। এটা স্পষ্টভাবে কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন।’
তিনি আরও বলেন, ‘দূতাবাসের ভেতরে থাকা কর্মকর্তারা নিরাপত্তা শঙ্কা অনুভব করেছেন, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল না। আমরা পরিস্থিতি খারাপ হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নিতে পারি।’
এদিকে ময়মনসিংহে হিন্দু যুবক হত্যার ঘটনায় ভারতের উদ্বেগ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘একজন বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা কেন সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয় হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তা আমাদের কাছে অপ্রাসঙ্গিক। বাংলাদেশ এই ঘটনার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।’
তিনি বলেন, ‘বরং ২০–২৫ জন যুবক ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে স্লোগান দিয়েছে। তবে ভারতের প্রেসনোটে এ বিষয়টি ‘‘সহজভাবে উপস্থাপন করা’’ হয়েছে, যা বাংলাদেশ পুরোপুরি গ্রহণ করছে না।’
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বিক্ষোভের কয়েক মিনিটের মধ্যে স্লোগান দিচ্ছিলেন যুবকদের সরিয়ে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ এবং ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি দূতাবাসের নিরাপত্তা অগ্রাধিকার পায়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.