
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মন্তব্য করেছেন।
নোয়াব ও সম্পাদক পরিষদের উদ্যোগে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, “আমাদের স্লোগান ব্যবহার করে হামলা চালানো হয়েছে এবং সেই ঘটনার পক্ষে সমাজে সম্মতি তৈরি করা হয়েছে। ঘটনার সঙ্গে সরকারের ভেতরের অংশের কোনো না কোনো সংশ্লিষ্টতা আছে।”
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা হিসেবে কাজ করা নাহিদ ইসলাম পরে পদত্যাগ করে এনসিপি গঠন করেন। তিনি আরও বলেন, “সমাজে এ ধরনের সহমত অনেকদিন ধরেই তৈরি ছিল এবং এর সঙ্গে রাজনৈতিক সমর্থনও ছিল। তিনটি ঘটনা এক সঙ্গে না ঘটলে ওই রাতে এত বড় হামলা সম্ভব হত না।”
তিনি হামলাটি পরিকল্পিত বলে উল্লেখ করে বলেন, “শহীদ শরিফ ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে যে চক্রান্ত করা হয়েছে, তার পেছনে দায় আমাদের সবার আছে, বিশেষ করে যারা জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিল।”
নাহিদ ইসলাম জানান, যারা ওই রাতে হামলা করেছে, তারা কোথায় গিয়েছিল, কী করেছিল, তা স্পষ্ট। তিনি বলেন, “সরকারকে বাধ্য করতে হবে, যাতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত হয়।”
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.