নিউজ ডেস্ক

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এসময় আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষদের কঠোর হওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, রাস্তাঘাট অবরোধ বা সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা বন্ধ করার সময় এসেছে এবং পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভাবনের অডিটোরিয়ামে ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার, সব রেঞ্জের ডিআইজি ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে দিনব্যাপী সংলাপে অংশ নিয়ে আইজিপি এ কথা বলেন।

আইজিপি বলেন, বিগত জুলাই মাস পরবর্তী সময়ে উদ্ভূত বিভিন্ন বাস্তব কারণে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নানা প্রতিকূলতার মোকাবিলা করতে হয়েছে। সমাজে বিভিন্ন দাবি-দাওয়ার নামে রাস্তা ও মহাসড়ক অবরোধ বন্ধ করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা বা ‘অর্ডার’ প্রতিষ্ঠিত না থাকলে নির্বাচন কমিশনকে সঠিক সহায়তা দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের আশ্বস্ত করে আইজিপি বলেন, পুলিশ বাহিনী এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ সক্ষম। তিনি নির্বাচন কমিশনের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমাদের ওপর আস্থা রাখতে পারেন; সর্বশক্তি দিয়ে একটি সুন্দর ও সফল নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

নির্বাচনি অপরাধ দমনে ‘নির্বাচনি অনুসন্ধান কমিটি’র বিচারিক ক্ষমতার প্রশংসা করেন আইজিপি। তিনি বলেন, এই ক্ষমতা মাঠ পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক হবে। এই কমিটি শুধু পুলিশ নয় বরং প্রয়োজনে যে কোনো বাহিনীর সহায়তা গ্রহণের আইনি অধিকার রাখে বলেও জানান তিনি।