
ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের নির্বাচনে দৈনিক ইত্তেফাকের ফুলবাড়ীয়া সংবাদদাতা আবুল কালাম সহ সভাপতি-১ ও কালের কণ্ঠ ফুলবাড়ীয়া প্রতিনিধি মো. আব্দুল হালিম সাধারন সম্পাদক পদে দ্বিতীয় বারের মত বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত হয়েছেন।
রবিবার ( ২৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৫০ জন ভোটারের মধ্যে ৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সহসভাপিত-২ মো. নজরুল ইসলাম খান, সহ সাধারণ সম্পাদক আলী আশরাফ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোত্তালিব দরবারি নির্বাচিত হয়। কার্যকরি সদস্যসহ সম্পাদক মন্ডলির ১১ টি পদে বিনাপ্রতিদ্বনিন্দতায় নির্বাচিত হয়।
ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ি পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতির দায়িত্ব পালন করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর মোহাম্মদ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.