
২৮ ডিসেম্বর বিকেল ৫টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বড়ভিটা ইউনিয়নের বড়লই ঘাটিয়ালটারি শিশু বিকাশ কেন্দ্রে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশনএইড বাংলাদেশ সহযোগিতায় গার্ল'স সাপোর্টার প্রজেক্টের অর্থায়নে স্পন্সরশীপ শিশুদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্পন্সরশীপ সহকারী শিমু আক্তার, ঘাটিয়ালটারি শিশু বিকাশ কেন্দ্রের কমিউনিটি ফ্যাসিলিটেটর মমতাজ বেগম সহ রিফ্লেকশন একশন সার্কেল এর সদস্যরা। উল্লেখ উপজেলায় মোট ২৬১৫ জন স্পন্সরশীপ শিশুদের মাঝে ৭৮৯০ টি গাছের চারা বিতরণ করা হয়েছে। যা সবুজায়ন নিশ্চিতকরণ এবং কার্বন হ্রাসে অবদান রাখবে বলে প্রত্যাশা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.