
দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকা-৮ আসনে দলটির প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচনে অংশ নেবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।
রোববার ২৮ ডিসেম্বর এ তথ্য জানান এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন। তিনি বলেন, শহীদ ওসমান হাদির রাজনৈতিক মাঠ ঢাকা-৮ আসনেই আরেক বিপ্লবী হিসেবে নাসিরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.