হযরত বেল্লাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার-১ সুন্দরগঞ্জ আসনে ২৮ ডিসেম্বর রোববার পর্যন্ত ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঘোষিত তফসিল মোতাবেক আজ ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। বাছাই ৪ জানুয়ারী, আপিল ১১ জানুয়ারী, প্রার্থীতা প্রত্যাহার ২০ জানুয়ারী, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারী এবং ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারী।
সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত এমপি পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। যারা মনোয়ন পত্র সংগ্রহ করেছেন তারা হলেন, মো. মাজেদুর রহমান (জামায়াত), ব্যারিস্টার শামীম হয়দার পাটোয়ারী (জাতীয় পাটি), মো. আব্দুল মান্নান (জেএসডি), মোছা. ছালমা আক্তার (স্বতন্ত্র), মো. আরেফিন আজিজ সরদার (স্বতন্ত্র), মো. মোস্তফা মহসিন সরদার (স্বতন্ত্র), মো. মাহফুজুল হক সরদার (জাতীয় পাটি), মো. রমজান আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. কওছর আজম হান্নু (আমজনতা দল)। ইতোমধ্যে মো. মাজেদুর রহমান (জামায়াত), মোছা. ছালমা আক্তার (স্বতন্ত্র), মো. মোস্তফা মহসিন সরদার (স্বতন্ত্র), মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে, উপজেলার পনের ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোট সংখ্যঅ ৪ লাখ ১৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৩ জন, মহিলা ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৫ জন, এবং হিজড়া ভোটার ৩ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৩টি। মোট কক্ষের সংখ্যা ৭৭৩টি। এর মধ্যে স্থায়ী কক্ষ ৭০৫টি এবং অস্থায়ী কক্ষ ৬৮টি। অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা ১১টি।
উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান সরকার জানান, গত সংসদ নির্বাচনের চেয়ে আসন্ন নির্বাচনে গাইবান্ধা-১ আসনে ভোট কেন্দ্র এবং ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

