
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যোগদানের পরই দলটির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আসিফ মাহমুদ নাহিদের পাশেই ছিলেন।
নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।’
নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না। বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন, সেজন্য তিনি কাজ করবেন। তাঁকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।’
আসিফ মাহমুদ বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকা ও রাখা সমান গুরুত্বপূর্ণ। নির্বাচন কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সে কারণেই এনসিপিতে যোগ দিয়েছি।’
তিনি বলেন, ‘একজন সংসদে যাওয়ার বদলে জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি অবদান রাখতে পারি, নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। সুষ্ঠ ও নিরপেক্ষতার সঙ্গে হানাহানি ছাড়া এই গণতান্ত্রিক উত্তরণকে সফলতার সঙ্গে বাংলাদেশ অতিক্রম করতে পারবে।’
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.