বিজয় কর রতন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কিশোরগঞ্জ ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শাহীন রেজা চৌধুরী।
২৯ ডিসেম্বর সকাল ১০ টার সময় ডাক্তার শাহীন রেজা চৌধুরী ও তার সমর্থকরা কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।
কিশোরগঞ্জ ৪ আসনটি মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত। ডাক্তার শাহীন রেজা চৌধুরী বহু বছর ধরে বিনামূল্যে গরিব রোগীদের কে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন । এ সেবার মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন নিজেকে। এই নির্বাচনীয় আসনটি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার ছেলে রেজওয়ান আহমেদ তৌফিকের দখলে ছিল। যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারছেন না, তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ শাহীন রেজা চৌধুরী বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদী।

