নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুরে সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ।

জানা যায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আরও অনেক মানুষ আসছে। অনেকে সেই ভোর চারটায় এসে পৌঁছেছেন। এদের অনেকেই কালো ব্যাজ পরে এসেছেন।

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় খালেদা জিয়ার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশেপাশে কোনো সাধারণ মানুষকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। খবর বিবিসি বাংলার।

খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার ঘোষণা এসেছে সরকার থেকে। গার্ড অব অনারের জন্য পুষ্পস্তবক আনা হয়েছে ইতোমধ্যে।