
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে একটি ভেকু ও চারটি ট্রাক্টরসহ মোট সাতজনকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।(৩১ ডিসেম্বর) বুধবার সকালে নাগেশ্বরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ভেকু ও ট্রাক্টর জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট চালকদের আটক করা হয়।অভিযান শেষে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়। এতে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ৭ দিনের কারাদণ্ড, পাঁচজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং একজনকে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.