
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানি সময় শুক্রবার (২ জানুয়ারি) এই খবর জানিয়েছে জিও নিউজ। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় সরাসরি ফ্লাইট পুনঃচালুর সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে দুই দেশের যাত্রীরা দুবাই বা দোহার মধ্যস্থ ফ্লাইট ব্যবহার করে যাতায়াত করছেন।
সূত্র জানায়, ফেডারেল সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বিমান বাংলাদেশকে ঢাকা-করাচি রুটে বিমান পরিচালনার অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে, পরবর্তীতে এটি পুনর্বিবেচনার সুযোগ থাকবে।
অনুমোদনের আওতায় বিমান বাংলাদেশ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে নির্ধারিত রুটে ফ্লাইট পরিচালনা করতে পারবে। সিএএ জানিয়েছে, ঢাকা থেকে ফ্লাইট ছাড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের বিস্তারিত তথ্য জানাতে হবে এবং অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সূত্র আরও জানিয়েছে, জানুয়ারি মাসের শেষের দিকে সরাসরি ফ্লাইট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান জানিয়েছেন, বিমান বাংলাদেশ সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.