মোঃ মুক্তাদির হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৯৮, গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) সংসদীয় আসনে ৮ জন প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপর ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (৩ জানুয়ারী) গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকল প্রার্থীদের উপস্থিতিতে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়।
দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান (দাঁড়িপাল্লা), ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আল-আমিন দেওয়ান (চেয়ার), জনতার দল মনোনীত প্রার্থী আজম খান (কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান (হাত পাখা) ও গণফোরাম মনোনীত প্রার্থী মো. কাজল ভুইয়া (উদীয়মান সূর্য) এর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
যাচাই বাছাইকালে অপর ২ জন প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী রুহুল আমিন (রিকসা) এর প্রস্তাবকারীর ভোটার নাম্বর ভুল থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
অপর প্রার্থী জাতীয় পার্টি মনোনীত ডাঃ শফিউদ্দিন সরকার (লাঙ্গল) তাঁর দাখিলকৃত মনোনয়নপত্রে ফরম-২০ (বিধি ২৯(১) দ্রষ্টব্য) নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণী ও ফরম-২১ (বিধি ২৯(২) দ্রষ্টব্য) সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী উল্লেখ না করায় মনোনয়পত্রটি বাতিল করা হয়।

