
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন সামরিক বাহিনীর বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স আটক করেছে—এমন খবরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) ভোরে চালানো এক বিশেষ অভিযানে তাদের আটক করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
এই অভিযানের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুরো ঘটনাটি তিনি ‘একেবারে টেলিভিশন শো দেখার মতো করে’ দেখেছেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আপনি যদি সেই অভিযানের গতি দেখতেন, তাহলে বুঝতেন—এটা ছিল সত্যিই এক বিস্ময়কর ঘটনা।’
তিনি অভিযানে অংশ নেওয়া দলের প্রশংসা করে বলেন, ‘তারা অবিশ্বাস্য কাজ করেছে।’ ট্রাম্পের ভাষায়, ‘পৃথিবীর আর কোনো দেশ এমন একটি অভিযান পরিচালনা করতে পারত না।’
ভেনেজুয়েলার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, বর্তমানে নরওয়েতে অবস্থানরত বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে তিনি সমর্থন দেবেন কি না—সে বিষয়ে ‘এখনই ভাবতে হবে’।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আপনারা জানেন— ভেনেজুয়েলার একজন ভাইস প্রেসিডেন্ট রয়েছে। মাদুরোর নির্বাচনটা কী ধরনের ছিল, আমি জানি না—তবে এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, সেই নির্বাচন ছিল একেবারেই লজ্জাজনক।’
মাদুরোকে আটক করার ঘটনাকে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থানের বার্তা হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘এই ঘটনা দেখিয়ে দিল—আমাদের আর কেউ এদিক-ওদিক ঠেলে দিতে পারবে না।’
এছাড়া মাদক ইস্যুতে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে ট্রাম্প অভিযোগ করেন, প্রতিবছর মাদকের কারণে দেশটি শত শত হাজার মানুষ হারাচ্ছে। তিনি বলেন, ‘এই ঘটনার পর আমরা আর এটা হতে দেব না।’
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.