মোঃ আশিকুর রহমান
হবিগঞ্জ- ২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ৬ প্রার্থী। তাদের মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন, ইসলামী ৮ দলীয় জোটের প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ ও জাতীয় পার্টির আব্দুল মোক্তাদির চৌধুরী।
মনোনয়ন বাতিলের হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মোঃ নোমান আহমেদ সাদিক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর লোকমান আহমেদ তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফসার আহমেদ রূপকের।
স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদের মনোনয়নপত্রের সাথে দাখিল করা ১ শতাংশ ভোটার তালিকা অসম্পূর্ণ থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এছাড়া হলফনামায় মামলার তথ্য গোপন করায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত প্রার্থী লোকমান আহমেদ তালুকদার এবং অসম্পূর্ণ আবেদন ও অঙ্গীকারনামায় স্বাক্ষী না থাকায় এবং দলীয় অঙ্গীকার নামা দাখিল না করায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. নোমান আহমদ সাদীকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা হয়।হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।

