মোঃ বাবুল রহমান
গাইবান্ধায় প্রশাসন ও জেলা সমাজসেবার আয়োজনে “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে।
শনিবার (৩ জানুয়ারি) বিকাল ৩ টায় গাইবান্ধা জেলা প্রশাসন সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা বিভাগের উপপরিচালক মোঃ ইমাম হাসিম।
সভাপতির বক্তব্যে মোঃ ইমাম হাসিম বলেন, সমাজসেবা অধিদপ্তর এখন শুধু ভাতা বিতরণে সীমাবদ্ধ নয়। ডিজিটাল নিবন্ধন, মোবাইল ব্যাংকিং ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ যেন ঘরে বসেই সেবা পায়—সে লক্ষ্যেই আমরা কাজ করছি।
প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, এ.কে.এম হেদায়েতুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক গাইবান্ধা, তিনি বলেন, সরকারি সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে পিছিয়ে পড়া মানুষকে সমাজের মূল স্রোতে যুক্ত করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন,একটি কল্যাণভিত্তিক সমাজ গঠনে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা, গণমাধ্যম ও স্থানীয় সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টায়ই সম্ভব একটি সমতাভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা।অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

