
বাগেরহাটের রামপালে সড়ক দূর্ঘটনায় শাহা আলম হাওলাদার (৪২) নামের এক আলমসাধু চালক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯ টায় খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা খানজাহান আলী বিমান বন্দর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
রামপাল থানা ও কাটাখালী হাইয়ের থানার পুলিশ জানায়, ওই দিন সকালে মোংলা থেকে খুলনাগামী গাজীপুর-ব ০৪-০২৭৬ নম্বরধারী যাত্রীবাহি বাসের সাথে রামপালগামী আলমসাধু ভ্যানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আলমসাধুর চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পুলিশ বাস জব্দসহ দুমড়ে যাওয়া আলমসাধুটি জব্দ করে। তবে বাসের যাত্রীদের আহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।
নিহত শাহা আলম ফকিরহাট থানার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ফকিরহাটের লখপুর হাইয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন আইনি প্রক্রিয়ায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালককে সনাক্ত করে ধরার চেষ্টা চলছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.